শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিশ্ব ইজতেমা

দুই দিনে চার মুসল্লির মৃত্যু

টঙ্গী প্রতিনিধি

টঙ্গী ইজতেমা ময়দানে গত বৃহস্পতিবার ও গতকাল নূরুল হক (৬৩), আবু তালেব (৯০), হাবিবুল্লাহ হবি (৬৭), আক্কাস আলী (৫০) নামে চার মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে নূরুল হক সিলেট জেলার জয়েন্তপুর থানার হেমুবটেপাড়া, আবু তালেব গাজীপুরের ভুরুলিয়া, হাবিবুল্লাহ হবি ঢাকার কেরানীগঞ্জ এবং আক্কাস আলী ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা। জানাজা শেষে তাদের লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বকারী মুফতি জহির ইবনে মুসলিম।

ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা আক্কাস গতকাল বিকালে ময়দানের ৪২১ নম্বর হালকায় অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আবদুন নূর জানান, ‘নুরুল হক অ্যাজমা রোগে ভুগছিলেন। সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দিলে তার মৃত্যু হয়। দুপুরে জোহরের নামাজের পর ইজতেমা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন আসরের নামাজের পর বার্ধক্যজনিত কারণে আবু তালেব মারা যান। তিনি তাবলিগ জামাতের গাজীপুর মারকাজের সুরা সদস্য ছিলেন। এশার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর