শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আন্দোলনের ঘোষণা হাঁসের ডাকের মতো

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আন্দোলনের ঘোষণা হাঁসের ডাকের মতো

১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি সারা দেশে জেলা ও উপজেলায় বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির এ আন্দোলনের ঘোষণাকে ডিম পাড়ার আগে হাঁসের ডাকের সঙ্গে তুলনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘হাঁস ডিম পাড়ার আগে অনেক হাঁকডাক দেয়। বিএনপির ১৬ তারিখের সমাবেশ বা মিছিল ওই হাঁস ডিম পাড়ার আগে যে হাঁকডাক দেয়, এটা ছাড়া অন্য কিছু নয়। গতকাল রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে যে জনসভা হতে যাচ্ছে, সেদিন রাজশাহী শহর লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা যদিও মাদরাসা মাঠে সমাবেশের ডাক দিয়েছি, কিন্তু পুরো শহরটাই সেদিন সমাবেশে রূপান্তরিত হবে। লাখ লাখ মানুষের সমাবেশ হবে।’

বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পৃথিবীব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। সারা পৃথিবীতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ইউরোপ, আমেরিকা এবং ইউকেতে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে সেখানে বিদ্যুতের রেশনিং করা হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, আমাদের দেশে সেভাবে দাম বাড়ানো হয়নি। বিদ্যুৎখাতে সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সেই ভর্তুকি কিছুটা কমানোর জন্য সামান্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। সেটিও অন্যান্য উন্নত দেশের তুলনায় কম।’ আওয়ামী লীগের সঙ্গে ইসলামপন্থি দলগুলোর সঙ্গে কোনো সমঝোতা হচ্ছে কি না এমন প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে এই দেশে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। আপনারা যে প্রশ্ন করছেন তা অবান্তর।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খাদ্যমন্ত্রী ড. সাধন চন্দ্র মজুমদার, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর