মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

২৭ দিনে ১৬৭ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের প্রথম মাস জানুয়ারির ২৭ দিনে ১৬৭ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ১৭০ কোটি ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের মাস ২০২২ সালের ডিসেম্বরে এসেছিল ১৬৯ কোটি ডলার। সে বছর জানুয়ারি মাসে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। আর ২০২১ সালের জানুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১৯ লাখ ডলার। চলতি অর্থবছরের বিগত ছয় মাসের তুলনায় জানুয়ারি মাসে প্রবাসীদের আয় সাম্প্রতিক মাসগুলোর তুলনায় ঊর্ধ্বমুখী লক্ষ্য করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, জানুয়ারির ২৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৫২ লাখ ডলার। রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ২৭ দিনে প্রবাসী আয় এসেছে ৩০ কোটি ৮৪ লাখ ডলার। তার পরেই আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৯৪ লাখ ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ১১ লাখ ডলার।

 

সর্বশেষ খবর