শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সরকারের চেয়ে কম খরচে হজ প্যাকেজ ঘোষণা হাবের

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত প্যাকেজ মূল্যের চেয়ে ১০ হাজার ৪০০ টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকায় হজ পালন করা যাবে। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। গতকাল রাজধানীর একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। এ সময় সংগঠনের মহাসচিব ফারুক আহমদ সরকার, সিনিয়র সহসভাপতি ইয়াকুব শরাফতী প্রমুখ উপস্থিত ছিলেন। হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকার একটি প্যাকেজ করা হয়েছে। কোরবানির খরচ আলাদাভাবে নিতে হবে হজযাত্রীদের। হজ এজেন্সিগুলো হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ১২ হাজার ১৬৮ জন। এবার সরকারি-বেসরকারি উভয় প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ বেড়েছে লক্ষাধিক।

গত বছর বেসরকারিভাবে হজের সর্বনিম্ন প্যাকেজ ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। সে হিসাবে খরচ বাড়ছে প্রায় দেড় লাখ টাকা। অন্যদিকে চলতি মৌসুমে সরকারিভাবে হজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আগের বছর প্যাকেজ ছিল দুটি। প্যাকেজ-১ এর খরচ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা, আর প্যাকেজ-২ এর ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ থাকছে একটিই। গতবারের প্যাকেজ-১ এর তুলনায় এবার সরকারিভাবে বেশি পড়বে ৯৬ হাজার ৬৭৮ টাকা। প্যাকেজ-২ এর তুলনায় খরচ বেশি হবে ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা। হাব সভাপতি বলেন, সরকারের চেয়ে কম খরচে প্যাকেজ ঘোষণা করা হলেও বেসরকারি ব্যবস্থাপনায় হাজিদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার সর্বোচ্চ দেড় কিলোমিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে। বিমান ভাড়া বৃদ্ধি ও মুদ্রার কনভারশন রেট বেড়ে যাওয়ায় এবার হজের প্যাকেজ দেড় লাখ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর