শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
কুমিল্লা

প্লাস দিয়ে তোলা হয় পায়ের নখ, গভীর রাতে তুলে নিয়ে নির্যাতন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে মোবাইল চুরির অভিযোগ দিয়ে মো. মামুন (৪০) নামে এক রাজমিস্ত্রিকে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় প্লাস দিয়ে তার পায়ের নখ তুলে ফেলা হয়। উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গতকাল বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী মামুন পূর্ব নবীপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। স্থানীয়রা জানান, মামুনকে মোবাইল চুরির অভিযোগ দিয়ে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঘর থেকে তুলে নিয়ে যান সাবেক ইউপি মেম্বার বশির ও তার সহযোগীরা। বশিরের বাড়ির গাছে বেঁধে মামুনকে রাতভর অমানুষিক নির্যাতন করা হয়। এরপর বৃহস্পতিবার সারা দিন একটি ঘরে আটকে তাকে নির্যাতন করা হয়। পরিবার অনেক আকুতি মিনতি করেও মামুনকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়। পরে ইউসুফপুর ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মামুনকে স্বজনরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন। আহত মামুন জানান, আমি রাজমিস্ত্রি ও আমার ছেলে রাশেদ টাইলসের কাজ করে। রাত ২টার দিকে বশির মেম্বার তার ছেলে রুবেল, মেহেদি, ভাতিজা শামীম, শরিফ ও তাদের অনুসারী ইয়াসিন, কাঠমিস্ত্রি রুবেলসহ কয়েকজন আমাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সারারাত আমগাছে বেঁধে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা হয়। প্লাস দিয়ে আমার পায়ের নখ তুলে ফেলে তারা। আহত মামুনের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, আইনের আশ্রয় নিতে চাইলে তারা আমাদের মেরে ফেলার হুমকি দেন।

বশিরকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া বলেন, মামুন মিয়া চুরি করেছে তার প্রমাণ পাওয়া যায়নি। দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর