সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি

গত শনিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল দুপুরে সদর উপজেলার বুড়ির বাজার এলাকায় সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। প্রায় দুই ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও জেলা পরিষদের চেয়ারম্যান এসে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি এরশাদুল আলম। শনিবার সন্ধ্যায় বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ২৫ জন আহত হন। এ সময় উভয় দলের সমর্থকরা বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ করে। এ সময় ভাঙচুর করা হয় কয়েকটি  মোটরসাইকেলও। সড়ক অবরোধ চলাকালে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বলেন, যারা এ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কেউই পার পাবে না।

সর্বশেষ খবর