মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রাজধানীর ক্লাব থেকে বিএনপির ৫৪ নেতা-কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী ক্লাব থেকে বিএনপির ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার নেতা-কর্মী।

রবিবার রাত ১টায় বনানী ক্লাব থেকে তাদের আটক করে বনানী থানা পুলিশ এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যায়। গতকাল সকালে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মমিন আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রয়েছেন। মমিন আলী মুন্সীগঞ্জ-১ আসনে গত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তারা ক্লাবে বসে গোপনে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন জানান, তারা ক্লাবের নিয়ম-কানুন মেনেই সেখানে গেছেন, প্রকাশ্যে বসেছেন, খাওয়া-দাওয়া করেছেন। এমন প্রকাশ্য জায়গায় বসে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা বা গোপন বৈঠক করার কি সুযোগ আছে?

সর্বশেষ খবর