মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

তিন দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

তিন দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ। গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনের পর বিকাল ৫টার দিকে গণভবনে গিয়ে এই স্মারকলিপি দেন তিনি। পদযাত্রায় সোহেল তাজের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুরের কাপাসিয়া থেকে আগত শতাধিক অনুসারী।

সোহেল তাজের দাবি তিনটি হলো- ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ও ৩ নভেম্বরকে জেল হত্যা দিবস হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালন এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে অবদানকারী সবার নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্তিকরণ। মানববন্ধনে সাংবাদিকদের উদ্দেশে সোহেল তাজ বলেন, বর্তমান প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আর এই ইতিহাসের সঠিক চর্চা প্রয়োজন। মুক্তিযুদ্ধের অগ্নিঝরা সময়ে বঙ্গবন্ধুকে যারা যোগ্য সঙ্গ দিয়েছিলেন এবং তাঁর অনুপস্থিতিতে যারা সঠিক নেতৃত্ব দিয়ে বিজয় নিশ্চিত করেছেন তাদের ইতিহাস না জানলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। উল্লেখ্য, এক বছরের ব্যবধানে এ নিয়ে তৃতীয়বারের মতো তিন দফা দাবি আদায়ে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন সোহেল তাজ। গত বছর ১০ এপ্রিল প্রধানমন্ত্রী ও ৩১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকার বরাবর একই স্মারকলিপি দিয়েছিলেন তিনি।

 

সর্বশেষ খবর