শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিরোধী দল-মত সহ্য করতে চায় না সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার কোনোভাবেই বিরোধী দল ও মত সহ্য করতে চায় না। তারা গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে মরিয়া হয়ে উঠেছে। গত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাতকানিয়া উপজেলার     আহ্বায়ক জামাল হোসেনসহ ২৪ জন নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান বিনা ভোটের সরকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে বিরতিহীনভাবে হয়রানি করে চলেছে। তিনি বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই। বিচারকরা আইন মোতাবেক বিচারকার্য পরিচালনা করতে পারছেন না বলেই বিরোধী দলীয় নেতা-কর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বিবৃতিতে এসব অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

 

 

সর্বশেষ খবর