বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা

ভারত থেকে পিঁয়াজ আমদানি

নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে পিঁয়াজ আমদানি

দেশে পিঁয়াজের দাম না কমলে ভারত থেকে আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পিঁয়াজ আমদানির অনুমতিপত্র কৃষি মন্ত্রণালয় দিয়ে থাকে। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সে জন্য পিঁয়াজ আমদানি করা হচ্ছে না। কৃষি মন্ত্রণালয় বাজার পর্যবেক্ষণ করছে। যদি দাম না কমে তাহলে তারা ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজারে তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়ার পরও কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর