শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

বিএনপির ওপর জুলুম করছে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন কর্মসূচি বানচাল করতে ক্ষমতাসীন সরকার বিএনপি নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন করছে। আওয়ামী কর্তৃত্ববাদী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে। তাই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রাখতে নিষ্ঠুর পথ অবলম্বন করছে তারা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। জামালপুর, শেরপুর ও নেত্রকোনার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মামলা ছাড়া বিনা পরোয়ানায় গ্রেফতার এবং বাড়িতে তল্লাশি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, জেলার সমাবেশকে বানচাল করার লক্ষ্যে জনবিচ্ছিন্ন সরকার এ ধরনের অপকর্ম সংঘটিত করছে। তবে অবৈধ সরকার যতই ষড়যন্ত্র এবং বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতনের খড়গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না। পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের দমনে সরকার রাষ্ট্রশক্তির অপব্যবহার অব্যাহত রেখেছে।

বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, বিনা ওয়ারেন্টে গ্রেফতার কিংবা গ্রেফতারের পর মিথ্যা ও ভুয়া মামলা দায়েরের মাধ্যমে বিরোধী নেতা-কর্মীদের ওপর চালানো হচ্ছে নির্মম জুলুম-নির্যাতন। এসব অপকর্মের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার মসনদ চিরস্থায়ী করাই বর্তমান শাসকগোষ্ঠীর একমাত্র লক্ষ্য। কিন্তু সরকারের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। রাজপথের আন্দোলন-সংগ্রামে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। আগামীতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বর্তমান সরকারের মূলোৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

 

সর্বশেষ খবর