সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোনো দেশ সংলাপ ও নির্বাচনকালীন সরকার নিয়ে প্রস্তাব দেয়নি

কূটনৈতিক প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও নির্বাচনকালীন সরকার নিয়ে বাংলাদেশকে বিশ্বের কোনো দেশ প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংলাপের জন্য আন্তর্জাতিক কোনো চাপ বা প্রস্তাব পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  পাইলট প্রকল্পের অধীনে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরোধিতা করার কোনো কারণ দেখছি না উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, এটি একটি ট্রায়াল এবং এর মাধ্যমে খুব ছোট আকারে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রোহিঙ্গাদের রাখাইনে পাঠানো হবে। সেখানে অস্বস্তি বোধ করলে তাদের ফিরিয়ে নিয়ে আসার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে এর বিরুদ্ধে যাওয়ার আমরা কোনো যুক্তি দেখি না। তিনি বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় যাচ্ছেন। এটি দেখার জন্য জাতিসংঘের সঙ্গে যে প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেটি বলবৎ আছে। তবে জাতিসংঘ শরণার্থী সংস্থার সার্টিফিকেট নিয়ে রোহিঙ্গাদের যেতে হবে, এ ধরনের কোনো চুক্তি করা হয়নি। কিন্তু আমাদের প্রচেষ্টা সম্পর্কে তাদের জানানো হয়েছে। তাদের আমরা অবহিত রেখেছি বলে জানান প্রতিমন্ত্রী।

জাতিসংঘের মিয়ানমার-বিষয়ক র‌্যাপোর্টিয়ার টন অ্যানড্রুস গত বৃহস্পতিবার মন্তব্য করেছেন প্রত্যাবাসন পাইলট প্রকল্প অবিলম্বে স্থগিত করার জন্য। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি মিয়ানমার-বিষয়ক র‌্যাপোর্টিয়ার। তার কার্যক্রম মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু তিনি যেন পরিস্থিতি আরও ভালোমতো বুঝতে পারেন, সে জন্য আমরা তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি কক্সবাজার ঘুরে গেছেন। কিন্তু যে বিষয়গুলো তিনি বলেছেন এবং যে ভাষায় বলেছেন, এটি আমাদের প্রচেষ্টাকে খাটো এবং অসম্মান প্রকাশ করে। আমরা বিষয়টি জাতিসংঘকে জানাব।’ চার রোহিঙ্গা পরিবারকে জাতিসংঘের খাবার না দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি খুবই দুঃখজনক যে, যাদের ওই ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছিল, তারা জাতিসংঘ থেকে খাবার পায়নি। আশা করি জাতিসংঘের সদর দফতর এটি নজরে নেবে। এ ধরনের দুঃখজনক ঘটনা যেন না ঘটে, সেটি অবশ্যই জাতিসংঘ দেখবে।’

সর্বশেষ খবর