মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

জেলে গেলেও নির্বাচনে লড়ব

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জেলে গেলেও নির্বাচনে লড়ব

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি নিজ কবজায় রাখার মামলায় দোষী সাব্যস্ত হলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ডোনাল্ড ট্রাম্প। পলিটিকোকে শনিবার প্রদত্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি কখনো প্রার্থিতা থেকে সরে দাঁড়াব না। আমি যদি নির্বাচন থেকে সরে দাঁড়াতাম তাহলে সেটি ২০১৬ সালের নির্বাচনের আগেই ঘটত। সেটি ছিল সবচেয়ে বাজে সময় আমার জন্য। তবে তাত্ত্বিকভাবে তা সম্ভব ছিল না। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট নিজ বিমানে ভ্রমণের সময় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আরও বলেন, ‘প্রয়োজনে আমি কারাগারে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’ সাক্ষাৎকারে পুনরায় ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’ ট্রাম্প মনে করছেন, তিনি কখনোই দোষী সাব্যস্ত হবেন না এবং দোষ স্বীকারের প্রস্তাবে রাজিও হবেন না। তবে তিনি বলেন, ‘তারা যদি আমার মানহানির জন্য ক্ষতিপূরণে রাজি হয় তাহলে ভিন্ন কথা।’ ট্রাম্পকে যদি ক্ষমা করা হয়, তা হলেও কি তিনি ভাবছেন- প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি কখনোই কোনো ভুল করিনি। তাই ক্ষমা পাওয়ার প্রশ্নই ওঠে না।’ উল্লেখ্য, ৪৯ পৃষ্ঠায় ৩৭টি অভিযোগের সবকটি প্রমাণিত হলে ট্রাম্পের ৫ থেকে ২০ বছরের কারাদন্ড হতে পারে।

 

 

সর্বশেষ খবর