শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা
চীনের মন্তব্যের প্রতিক্রিয়া

সবাই সার্বভৌমত্বকে সম্মান দেবে প্রত্যাশা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রতি চীনের সমর্থন সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়া জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কিছু মন্তব্য সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য সরকারের নজরে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আত্মসম্মানবোধ বজায় রাখে এমন যে কোনো দেশের মতো বাংলাদেশ নিজেদের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা সার্বভৌমত্বের চেতনার ভিত্তিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে। দেশের মানুষের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া রূপকল্প ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। সরকার বলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দেশিত সবার সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়, এমন পররাষ্ট্রনীতির ভিত্তিতে অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার যে অধিকার আছে, তার প্রতি সব পক্ষ সম্মান প্রদর্শন করবেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্র ২০২১ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করবে, এমন সিদ্ধান্ত মার্কিন সরকার গত মে মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে বলেছেন, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের কেনাকাটায় কোনো দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলে তাদের কাছ থেকে সরকার কিছু কিনবে না। রাজধানীর গণভবনে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বুধবার বেইজিংয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের শক্তিশালী অবস্থান নয়, বরং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের বড় অংশের মনের কথাও বলেছেন।’

সর্বশেষ খবর