শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়াকে কয়েকদিন থাকতে হবে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। নতুন কোনো উপসর্গ দেখা দেয়নি। তবে পুরনো রোগের জটিলতায় ভুগছেন তিনি। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে আরও বেশ কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। ইতোমধ্যে করা পরীক্ষা নিরীক্ষাগুলোর রিপোর্ট বোর্ডের সদস্যরা হাতে পেয়েছেন। রিপোর্টগুলোর ফলাফল মাঝামাঝি পর্যায়ে রয়েছে। ভালোও নয়, আবার খারাপও নয়। জানা গেছে, মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর যখন যে চিকিৎসা প্রয়োজন তার ব্যবস্থা নিচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে লিভার সিরোসিসের রোগী হওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থাটাকে অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে নিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। বিশেষ করে পরিপাকতন্ত্রের রক্তক্ষরণের অবস্থায় যাতে পরিস্থিতি না যায়- সে ব্যাপারে তারা (চিকিৎসকরা) অত্যন্ত সচেষ্ট রয়েছেন বলে একজন চিকিৎসক জানিয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত সোমবার রাত সোয়া ২টার দিকে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

তারপর থেকেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং দেশের বাইরের আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও অনলাইনে মেডিকেল বোর্ডের বৈঠকে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদার ছাড়াও মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. এফ এম সিদ্দিকী, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জিয়াউল হক। এ ছাড়া লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল বোর্ডে রয়েছেন।

সর্বশেষ খবর