শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ রোগী

নিজস্ব প্রতিবেদক

এডিস মশা বাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ২৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন একজন। চলতি বছর এক দিনে হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তির দিক দিয়ে যা সর্বোচ্চ। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৭-এ। গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি  হন ২৮৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৭ ও ঢাকার বাইরের ৪৮।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৮৭ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ১৪৮ আর ঢাকার বাইরে অন্য বিভাগগুলোয় ভর্তি হন ৯৩৯ জন।

এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২ হাজার ৩৫৮ এবং ঢাকার বাইরের ৭৬৩ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২৯ জন।

সর্বশেষ খবর