রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা
দিল্লিতে হাইকমিশনার

বাংলাদেশ স্বাধীন সিদ্ধান্ত নেবে

নয়াদিল্লি প্রতিনিধি

বাংলাদেশ স্বাধীন সিদ্ধান্ত নেবে

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বিদেশি সাংবাদিকদের বলেছেন, সার্বভৌম বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবে। তিনি শুক্রবার সন্ধ্যায় দিল্লির ফরেন করেসপনডেন্ট ক্লাবে ভারতে কর্মরত বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এই  প্রথম তিনি বিদেশি সংবাদদাতাদের সঙ্গে কথা বললেন। মুস্তাফিজুর রহমান বলেন, ‘যে কোনো আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্রের মতো সার্বভৌম বাংলাদেশ তাদের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সার্বভৌম সিদ্ধান্ত নেবে। বহুকষ্টে অর্জিত স্বাধীনতা রক্ষা করা এবং জাতির প্রগতির বিষয়ে মূল সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনসাধারণ। বাংলাদেশ তাদের টেকসই প্রগতির যাত্রায় সব আন্তর্জাতিক রাষ্ট্রের সহযোগিতা কামনা করে। তার মধ্যে যুক্তরাষ্ট্র যেমন আছে, তেমন ভারতও আছে।’ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসানীতি নিয়ে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ সরকার এটি নজরে রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন অবাধ মুক্ত নির্বাচন করতে তার সরকার বদ্ধপরিকর। সেটা স্থানীয় নির্বাচন হোক বা সাধারণ সংসদ নির্বাচন।’ তিনি এও বলেন, ‘বিরোধী বিএনপি বহুদিন ধরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছে। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এ বিষয়ে রায় দিয়ে জানিয়েছেন, নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হওয়া উচিত। বর্তমান সরকার সুপ্রিম কোর্টের সেই আদেশ পালন করছে।’ হাইকমিশনার প্রারম্ভিক বক্তব্যে কয়েক দশক ধরে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। এই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, তিস্তা পানি চুক্তি স্বাক্ষরের বিলম্ব এ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কেননা শুকনো মৌসুমে বাংলাদেশের কৃষকের চাষের জন্য পানি প্রয়োজন। এর সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে শুল্কজনিত বাধা বাণিজ্য বিস্তারে প্রভাব ফেলছে। যদিও সুসংহত আর্থিক অংশীদারি চুক্তি ভবিষ্যতে এসব সমস্যার অনেকটা সমাধান করবে। তা সত্ত্বেও দ্রুত সমাধান জরুরি। রুপি-টাকায় বাণিজ্য করার বিষয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট সময়ে এটা নিশ্চয়ই বলবৎ হবে। ব্রিকস সদস্য পদ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সরকার নিশ্চিতভাবে এতে লাভবান হবে। উন্নয়নের জন্য এরপর ব্রিকস দেশ থেকে অর্থ সাহায্য মিলবে। যেমন অর্থ সাহায্য আমরা বিশ্বব্যাংক থেকে নিচ্ছি।

সর্বশেষ খবর