রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

হাসপাতালে ভর্তি ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে ভর্তি ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তাঁর চিকিৎসা চলছে। হঠাৎ বুকে ব্যথা ওঠায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির এই শীর্ষস্থানীয় নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির জানান, শুক্রবার রাতে বুকে ব্যথা ওঠায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সিসিইউতে ভর্তি করে পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতালে ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর ছেলে ড. খন্দকার মারুফ হোসেন রয়েছেন। তিনি তাঁর বাবার দ্রুত সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে ভর্তি আছেন ড. মোশাররফ হোসেন। বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাতেই হাসপাতালে নেওয়া হয়। সেখানে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিনের অধীনে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। একই হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোশাররফ। তীব্র গরমের মধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে রাজধানীতে এ কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর