শিরোনাম
রবিবার, ১৮ জুন, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিকের খুনিদের শাস্তি হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিকের খুনিদের শাস্তি হবে

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনতে যা যা দরকার সবকিছুই করার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল দুপুরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর শরৎকালীন সেমিস্টার ২০২৩ শুরু উপলক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এ ন্যক্কারজনক হত্যাকান্ডের সঙ্গে যুক্ত মূল আসামিসহ অনেককেই দ্রুত গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সে জন্য যা কিছু করা দরকার সবকিছুই করা হবে। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’ চট্টগ্রামের জামালখানে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামে বিএনপি তারুণ্যের সমাবেশের কথা বলে যেভাবে বঙ্গবন্ধুর দেয়ালচিত্রসহ আমাদের মুক্তি আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাঁদের ছবি এবং ম্যুরাল ভাঙচুর করেছে, এতে প্রমাণিত হয় বিএনপি তারুণ্যের সমাবেশ করে তাদের তরুণদের সন্ত্রাস ও নৈরাজ্য শিক্ষা দিচ্ছে। তারুণ্যের সমাবেশের নাম করে পেটুয়া বাহিনী ও নৈরাজ্য শিক্ষার সমাবেশ করেছে তারা।’ আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচনের আয়োজক হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার নির্বাচিত হোক, সেটিই আমরা চাই। কিন্তু বিএনপি নির্বাচন কমিশনের কাছে, বিদেশিদের হাতে-পায়ে ধরে নির্বাচনে জেতার গ্যারান্টি চায়। বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি সরকার, নির্বাচন কমিশন এবং বিদেশিরাও দিতে পারবে না।’ আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর