মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান পদ্ধতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন ব্যবস্থা সরকারের ক্ষমতার বাইরে আনতে হবে। কেননা দেশের বর্তমান শাসন পদ্ধতিতে এক শ ভাগ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। নিজের অধীনে নির্বাচনে কেউ পরাজিত হতে চাইবে এটা আশা করা পাগলামি। মন্ত্রিসভা ও সংসদ পরিবর্তন করে কোনো লাভ নেই। গতকাল জাতীয় পার্টি বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। জি এম কাদের আরও বলেন, এখন আমাদের দেশে গভর্নমেন্ট অফ দ্যা আওয়ামী লীগ প্লাস, বাই দ্যা আওয়ামী লীগ প্লাস, ফর দ্যা আওয়ামী লীগ প্লাস। তিনি বলেন, ১৯৯১ ও ২০০৮ সালে দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়নি। শেখ হাসিনা ও খালেদা জিয়া সব সময় সংবিধান মানেননি। তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা ছিল তাও এখন বাতিল হয়েছে। তাই এখন একটি নতুন ব্যবস্থা করা জরুরি, কোনো সরকার যাতে নির্বাচন ব্যবস্থা প্রভাবিত করতে না পারে।

জাপা প্রধান বলেন, সরকার যদি আগ্রহ দেখায় অথবা সবাই যদি একটি ফর্মুলায় আসতে চায় তবে আমরাও একটি প্রস্তাব দেব। আমরা যে প্রস্তাব দেব তা হয়তো শতভাগ গ্রহণযোগ্য নাও হতে পারে। তবে সবার আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি চিরস্থায়ী ব্যবস্থা হতে পারে। সে জন্য সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

 

সর্বশেষ খবর