বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ফখরুল ও জি এম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। মির্জা ফখরুলের সঙ্গে গতকাল বেলা ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এ ছাড়া রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে ছিলেন ইইউর ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান। অন্যদিকে সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে জি এম কাদেরের সঙ্গে বৈঠক হয়। ১০টার পর পর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে প্রবেশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সাড়ে ১০টার দিকে বৈঠকে বসেন তারা। বৈঠকে ইইউ ডেপুটি রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জি এম কাদেরের সঙ্গে অনুষ্ঠিত পৃথক বৈঠকে আগামী সংসদ নির্বাচন, নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ নানা বিষয়ে আলোচনা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিযুক্ত প্রভাবশালী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের তৎপরতা বেড়েছে। এসব দেশের রাষ্ট্রদূতরা সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণে নির্বাচনের জন্য বার বার তাগিদ দিচ্ছেন। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে প্রায়ই বৈঠক করছেন এসব দেশ ও সংস্থার প্রতিনিধিরা। এর অংশ হিসেবেই গতকাল বড় দুটি দলের সঙ্গে এই বৈঠক হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর