বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজনৈতিক সংকট বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক সংকট বেড়েই চলেছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট দিন দিন বেড়েই চলেছে। এ সরকার জনগণের দাবি না মেনে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। জনগণের দাবি দেশে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন মানেই দখলের নির্বাচন, দিনের ভোট রাতে হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ২০১১ সালের ৬ জুলাই ছিল গণতন্ত্র রক্ষার জন্য বিএনপির হরতাল। এ উপলক্ষে সংসদ সদস্যদের (বিরোধী দল) একটা শান্তিপূর্ণ মিছিল শেরেবাংলা নগর দিয়ে ফার্মগেট অভিমুখে চলার সময় পুলিশ অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে রাস্তায় ফেলে লাঠিপেটা করে মাথা ও পা ভেঙে দেয়। ফারুক বলেন, এতে পাঁচ-ছয়জন এমপি পুলিশের আঘাতে আহত হন। পুলিশ উল্টো মামলা দেয় তাদের নামে। ওই সময় পুলিশ তাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে বিজ্ঞপ্তিতে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর