রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নাটোরে বিএনপি অফিসে হামলা ভাঙচুর

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলুর বাসভবনের নিচতলায় নাটোর জেলা বিএনপির কার্যালয়ে গতকাল ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিবাদে বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। এর আগে গতকাল বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা হয়। হামলাকারীরা বিএনপি কার্যালয়ের বাইরের কাচের গ্লাস, সিসিটিভির ক্যামেরা ব্যাপকভাবে ভাঙচুর করে। পরে পুলিশ এসে হামলাকারীদের সরিয়ে দেয়। বিএনপি এ ঘটনার জন্য যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ জানান, তারা  মোটরসাইকেলে করে  স্টেশনের দিক থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় বিএনপির অফিস থেকে তাদের ওপর ঢিল ছোড়া হয়। এরপর ছাত্রলীগের  নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে পালটা তাদের দিকে ইটপাটকেল ছুড়ে। ঘটনাটি সম্পূর্ণ উসকানিমূলক ছিল বলে তিনি পরে তাদের নিবৃত্ত করে বাজারের দিকে নিয়ে চলে যান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। গতকালের ঘটনার বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলেও তিনি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সদরের তেবাড়িয়া ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার কথা ছিল। সে অনুযায়ী বেশ কয়েকজন নেতা-কর্মী সকালেই দলের জেলা কার্যালয়ের ভিতরে এসে অবস্থান নেন। এ সময় কার্যালয়ের বাইরের দরজা খোলা ছিল। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, শনিবার সকালে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির কয়েজন নেতা-কর্মী কমিটি গঠনের বিষয়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার জন্য দলীয় কার্যালয়ের ভিতরে বসেছিলেন। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ও ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনের নেতৃত্বে শতাধিক যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মী  মোটরসাইকেলের বহর নিয়ে বিএনপির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করতে থাকে। হামলাকারীরা দলীয় কার্যালয়ে টাঙানো বিভিন্ন ব্যানার -ফেস্টুনসহ সিসিটিভি ক্যামেরাও ভেঙে রাস্তায় ফেলে দেয়।

 

সর্বশেষ খবর