মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে এক দিনে আটজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক দিনে আটজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। গত ১৫ জুলাই ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৭ ও ঢাকার বাইরের ৭৪২। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৩৫৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯১২ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯১২ জন। ঢাকায় ১১ হাজার ২৬৩ এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছিল। জুলাই মাসের ১৭ দিনে মারা গেছেন ৬৭ জন, আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৮৯ জন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান চলছে। গতকাল নবম দিনে ১৩টি মামলায় ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানে ১৮ স্থাপনাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল আরিফ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১২ জুলাই ভর্তি হয়েছিলেন তিনি। তার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় হলেও ঢাকা থেকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এনিয়ে চলতি মাসে চারজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু ইউনিটের মুখপাত্র ডা. ফরহাদ হোসেন হীরা বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এনিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৭২ জন। ভর্তিকৃতরা সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা হলেও ঢাকা, গাজীপুর, মাওনা বা তার আশপাশ থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে অভিযান শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালাত। মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, গতকাল নগরীর গুলকিবাড়ি এলাকার দুটি বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে ভবন মালিকদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রামমাণ আদালত।

সর্বশেষ খবর