শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ অলিউল্লাহ রুবেলকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এক সময় শাহজাহানপুর থানা ছাত্রলীগের দফতর সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে শান্তিবাগের জোয়ারদার লেনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অলিউল্লাহর বোনের স্বামী মামুন বলেন, অলিউল্লাহ ব্যবসার পাশাপাশি রাজনীতি করতেন। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতি করলেও কোনো পদে ছিলেন না। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তার স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। বৃহস্পতিবার রাতে তিনি শান্তিবাগের ১৭/১ নম্বর বাসায় ফেরার সময় বাসা থেকে ১০-১৫ গজ দূরে অজ্ঞাত পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, অলিউল্লাহ শান্তিবাগের স্থায়ী বাসিন্দা। তিনি ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। তার বাবার নাম নবীউল্লাহ। এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, ঘটনার বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছে। অলিউল্লাহর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। এটা কী পূর্বশত্রুতা নাকি অন্য কোনো ঘটনা তাও তদন্ত করছি। নিহতের স্ত্রী তানজিনা বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন। এ বিষয়ে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, অলিউল্লাহ নিহতের পর আমরা বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করি। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো বিশ্লেষণ করে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। আশা করছি দ্রুতই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। এদিকে, শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক অলিউল্লাহকে কুপিয়ে হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত মামলাটি তদন্ত করে আগামী ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন শাখা বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর