বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ভয়ংকর রূপে ডেঙ্গু

সহকারী সচিব ও ব্যাংক কর্মকর্তার মৃত্যু, দুজনই ছিলেন অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিবেদক

সহকারী সচিব ও ব্যাংক কর্মকর্তার মৃত্যু, দুজনই ছিলেন অন্তঃসত্ত্বা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সহকারী সচিব এবং বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক। জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা গতকাল সকালে মারা যান বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। সহকারী পরিচালক কান্তা বিশ্বাস গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন

অবস্থায়  মারা যান বলে জানা গেছে। নাজিয়া আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই দিন আগে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। ৩০তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন। নাজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সচিব তপন কান্তি ঘোষ। এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব নাজিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জেনেছি কান্তা বিশ্বাস গত রবিবার রাতে রাজধানীর পপুলার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আড়াই বছরের কন্যা শিশু রয়েছে তার। ২০১৯ সালে কান্তা বিশ্বাস সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। মৃত্যুর আগে তিনি পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। কান্তা বিশ্বাসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, সহকর্মীসহ বন্ধু ও শুভাকাক্সক্ষীরা।

সর্বশেষ খবর