শিরোনাম
বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তারেক রহমান ও বিএনপি কি আইন আদালতের ঊর্ধ্বে?

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

তারেক রহমান ও বিএনপি কি আইন আদালতের ঊর্ধ্বে?

অনেকেই জিজ্ঞেস করতে পারেন আমার মনে এমন প্রশ্ন কেন জাগল? এর পেছনে অনেক কারণ রয়েছে বলেই এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার চিন্তা জগতে। প্রকাশ্য দিবালোকেই দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক নেতা-কর্মী একের পর এক অপরাধ করে যাচ্ছে, অথচ আইনের লম্বা হাত তাদের স্পর্শ করতে পারছে না। তাদের কৃত অনেক অপরাধ গুরুতর বৈকি।

আইনের ছাত্র হিসেবে প্রথম দিনটিই জানতে হয়েছিল যে আইনের হাত অনেক লম্বা, আইন অন্ধ, আইন কাউকে ছাড়ে না। প্রশ্নটি মনে এলে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠতম বিচারপতিদের একজন, লর্ড ডেনিংয়ের সেই উক্তিটির কথা মনে পড়ে, যা ছিল এই, ‘তুমি যত বড়ই হও না কেন আইন তোমার চেয়ে বড়।’ উক্তিটি অবশ্য লর্ড ডেনিংয়ের নয়। এটি প্রথম উল্লেখ করেছিলেন ডা. থমাস  ফুলার নামক এক চিকিৎসক, যিনি এটি লিখেছিলেন ১৭৩৩ সালে। ১৯৭৭ সালে লর্ড ডেনিং ডা. ফুলারের সেই অমর মন্তব্য অ্যাটর্নি জেনারেলের মামলায় পুনরোল্লেখ করেছিলেন। কিন্তু আজকে কিছু বিএনপি-জামায়াত নেতা, পাতিনেতার কথাবার্তা এবং আচার-আচরণ দেখে মনে হচ্ছে তারা আইনের ঊর্ধ্বে।           ► বিস্তারিত পৃষ্ঠা-৪

সর্বশেষ খবর