বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চীনে ফের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

প্রতিদিন ডেস্ক

চীনে ফের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

২৫ জুন শেষবার জনসমক্ষে দেখা গেছিল চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরির সঙ্গে বেইজিংয়ে বৈঠক করার পর থেকেই কিন গ্যাং নিখোঁজ। প্রায় এক মাস হতে চলল খোঁজ নেই প্রভাবশালী চীনের এই মন্ত্রীর। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের খুব কাছেরই ছিলেন কিন। তবে কিনকেই এবার ছেঁটে ফেললেন জিনপিং! নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ওয়াং ই। ওয়াং ছিলেন কিং গ্যাংয়ের পূর্বসূরি, পরে গত বছরের শেষে কিনকে পররাষ্ট্রমন্ত্রী করে দেশটি। সাম্প্রতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে আবারও আগের পদে ফিরলেন ওয়াং। জিনহুয়া জানায়, চীনের শীর্ষ আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষেই ভোট দিয়েছে। তবে ঠিক কী কারণে কিনকে সরানো হলো, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে একটি সূত্র বলছে, মার্কিন এক নারী সাংবাদিকের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই চীনা সরকার তাকে সরিয়ে দিয়েছে। মার্কিন ওই নারী সাংবাদিকের নাম-ফু জিয়াওটিয়ান। তিনি চীনা বংশোভূত নিউজ অ্যাঙ্কর। চীনেই তার জন্ম। পড়াশোনা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।

সর্বশেষ খবর