বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সংলাপের ভাবনা নেই ইসির

নিজস্ব প্রতিবেদক

সংলাপের ভাবনা নেই ইসির

নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের দূরত্ব ঘোচাতে সংলাপের কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই। এ ছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট করতে অন্তত ৪৫ দিন সময় নিয়েই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনার আনিছুর রহমান এসব কথা বলেন।  ইসি আনিছুর রহমান বলেছেন, রাজনৈতিক সংকটের সমাধান করা ইসির এখতিয়ার নয়। দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে যখন দুই প্রধান রাজনৈতিক শিবির নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছে, তখন সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি। ইসি সংলাপের কোনো উদ্যোগ নেবে কি না জানতে চাইলে গতকাল সাংবাদিকদের নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘না, আমরা কেন আর সংলাপের উদ্যোগ নেব? আপাতত কোনো কিছু ভাবছি না এটা নিয়ে। আমাদের সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না।’ চলমান সংকটের রাজনৈতিক সমাধান প্রত্যাশা রেখে তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান হবে। রাজনৈতিক বিষয় আমাদের কোনো এখতিয়ার নয়। এগুলো রাজনীতির মাঠেই হবে। আমরা তফসিলসহ নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব। সেখানে কীভাবে সমাধান হবে, কী হবে সময়ই বলে দেবে।’ তবে নির্বাচনের কয়েক মাস বাকি থাকায় এর মধ্যেই রাজনৈতিক কোনো সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন আনিছুর। তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে সমাধান হতে দেন, এক সময় না এক সময় সমাধান হয়ে যাবে। যত সময় কমে আসবে, ততই প্রত্যেকে চাপের মধ্যে থাকবে। তারাও থাকবে, আমরাও চাপের মধ্যে থাকব। সময়ই বলে দেবে কখন কী হবে, আমরা তো বলতে পারব না। সময়ই সমাধান করে দেবে।

নির্বাচন করার জন্য ইসি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচনে থাকবেন, তাদেরও প্রস্তুত হতে হবে।’ নির্বাচনের তফসিল কবে নাগাদ হতে পারে- জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট করলে অন্তত ৪৫ দিন সময় নিয়েই তফসিল ঘোষণা করতে হবে। তফসিল আমরা যথা সময়ে দেব। এখনো আলোচনা হয়নি, সময় হলে আলোচনা হবে।’

সর্বশেষ খবর