বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনে সংঘাত করতে অস্ত্র মজুদে বিএনপি : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করবে। সেই প্রস্তুতি নিচ্ছে তারা। খবর পাচ্ছি, তারা অস্ত্র কিনছে। চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটা ঘাঁটি। আগ্নেয়াস্ত্র এনে তারা মজুদ করছে। বিএনপি জনগণের শক্তিতে নয়; অস্ত্রের শক্তিতে বিশ্বাসী।

গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয়  কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দলের নেতা-কর্মীদের সক্রিয় এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে। আমরা সেই সুযোগ দেব না।  আওয়ামী লীগ সতর্ক থাকবে। কেউ সংঘাত করতে এলে প্রতিহত করা হবে। তিনি বলেন, সংঘাত তারাই করে যারা দুর্বল। আমরা সংঘাত করতে যাব কেন? এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, আহমদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, কম্বোডিয়ায় বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বলে তাদের নাকি নিষেধাজ্ঞা দিয়েছে। এখানেও যদি কেউ নির্বাচনে অংশ না নেয় সেটা কার দোষ? তিনি বলেন, কিছু মানুষের চোখ-মুখ শুকিয়ে গিয়েছিল এখন কম্বোডিয়ার খবর শুনে আবার গলায় পানি এসেছে। ফখরুলের গলায় অনেক পানি। দেখতে মনে হয় ভালো মানুষ, অথচ মুখে এত বিষ! কি বাজে ভাষায় বক্তৃতা করে! ২৭ জুলাই (কাল) সংঘাতের উদ্দেশে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন সমাবেশ ডেকেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা শোকের মাসের কর্মসূচি দিলেও বিএনপি ও তাদের দোসররা তো বলেই, কিছু মিডিয়াও বলে পাল্টাপাল্টি কর্মসূচি। ২৪ থেকে ২৭, ২৭ থেকে ৩০ জুলাই- এটা আমাদের সুবিধা। কোথায় পাল্টাপাল্টি? ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বর-অক্টোবর থেকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে নিয়ে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা করব। আর ছাড় নয়। পাকিস্তানের বন্ধুদের হাতে এই দেশ ছেড়ে দেব না। তাদের হাতে দেশ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, উন্নয়ন কিছুই নিরাপদ নয়। তিনি বলেন, আমরা অবাধ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন করব। এটা জাতির কাছে আমাদের প্রতিশ্রুতি। এখন বাংলাদেশে নির্বাচনব্যবস্থা স্বাধীন। এই নির্বাচনব্যবস্থায় কারচুপি, জালিয়াতির কোনো সুযোগ নেই।

সর্বশেষ খবর