বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সাড়ে ১২ কোটি টাকা দানকর পরিশোধ করলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

সাড়ে ১২ কোটি টাকা দানকর পরিশোধ করলেন ড. ইউনূস

সর্বোচ্চ আদালতে গিয়ে বিফল হওয়ার দুই দিনের মাথায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরোপিত দানকর পরিশোধ করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাজধানীর বিজয়নগরে কর অঞ্চল-১৪ এর ২৮৭ সার্কেলের উপকর কমিশনারের কার্যালয়ে এ দানকর পরিশোধ করা হয়। সাউথইস্ট  ব্যাংক লিমিটেডের চেকের মাধ্যমে পরিশোধ করা দানকরের পরিমাণ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে এ টাকা পরিশোধ করেন তার প্রতিনিধি মো. রুহুল আমিন সরকার। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে আমি দানকর পরিশোধ করেছি।’ এদিকে, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন পরিচালকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মামলা সূত্রে জানা যায়, নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে দানের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের আরোপিত দানকর বৈধ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল ২৩ জুলাই খারিজ করেন সর্বোচ্চ আদালত। এতে তিনটি ট্রাস্টে দানের বিপরীতে এনবিআরের আরোপ করা দানকর দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা তৈরি হয়। মৃত্যু ও পরিবারের সদস্যদের কল্যাণ চিন্তা করে নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে যে টাকা দান করেছেন, সে দানের বিপরীতে এনবিআরের আরোপ করা দানকর বৈধ ঘোষণা করে গত ৩১ মে রায় দিয়েছিলেন হাই কোর্ট।  এদিকে, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন পরিচালকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ৩ আগস্ট পর্যন্ত এ স্থিতাবস্থা দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত গতকাল এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

 এ আদেশের ফলে মামলাটি যে আদালতে যে পর্যায়ে আছে, আগামী ৩ আগস্ট পর্যন্ত সে পর্যায়েই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সর্বশেষ খবর