শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের আগ্রহ সুষ্ঠু নির্বাচনে

♦ আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বললেন রাষ্ট্রদূত পিটার হাস ♦ আন্তর্জাতিক মহলের চাপ অনুভব করছি না মন্তব্য কাদেরের

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের আগ্রহ সুষ্ঠু নির্বাচনে

আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল পিটার হাস -বাংলাদেশ প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে তিনি বলেছেন, এটি রাজনৈতিক দলগুলোর বিষয়। আমাদের আগ্রহ শুধু সহিংসতামুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সঠিকভাবে বাস্তবায়নে দেশি-বিদেশি কোনো চাপ নয় বরং বিবেকের চাপ অনুভব করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানান। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠক শেষে পিটার হাস গণমাধ্যমের কাছে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার ভূমিকা রয়েছে। সরকার, মিডিয়া, অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনীসহ অবশ্যই ভোটারদের ভূমিকা আছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে এ বৈঠক বাংলাদেশের বিভিন্ন অংশীদারের সঙ্গে আমি যেসব বৈঠক করেছি তারই অংশ। আমি আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি। পিটার হাস আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি, যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে সাহায্য করবে। পিটার হাসের সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের কমিটমেন্ট। আমরা আমাদের লক্ষ্যে অবিচল। কাজেই চাপ বোধ করব কেন? তবে আমাদের বিবেকের চাপ আমরা অনুভব করতে পারি। পিটার হাসের সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। পিটার হাসের সঙ্গে তার একজন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। পিটার হাসের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মার্কিন অ্যাম্বাসাডর তার বক্তব্যের কোথাও তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন বিলুপ্তি বিষয়ে একটা কথাও বলেননি। আমরা যেমন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই তাদের বক্তব্যের মূল সুরও এটিই ছিল। বিরোধী দলের সঙ্গে ‘সংলাপ’ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যেটি নিয়ে কথা হয়নি সেটি নিয়ে বলব কেন? নির্বাচন নিয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে আমরা যার সঙ্গেই আলাপ করি আমাদের বক্তব্য একটি, অঙ্গীকার একটি। সেটি অত্যন্ত পরিষ্কার। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। দেশ ও জনগণের কাছে এটি আমাদের কমিটমেন্ট। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের দৌড় কতদূর পর্যন্ত সেটি আমরা ১৪ বছর ধরেই দেখছি। খালেদা জিয়ার জন্যই তো তারা দেখার মতো ৫০০ লোকের একটা বিক্ষোভ মিছিল করতে পারেনি। তারেক রহমানের জন্য আন্দোলন তো সেই একই লোকেরা করবে, একই লোকেরা নেতৃত্ব দেবে।

সর্বশেষ খবর