শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিস্ময় জাগিয়ে বিবাহিত জীবনের ইতি ট্রুডোর

প্রতিদিন ডেস্ক

বিস্ময় জাগিয়ে বিবাহিত জীবনের ইতি ট্রুডোর

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি গ্রেগরি (৪৮)। এর মধ্য দিয়ে এ দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে। সূত্র : রয়টার্স

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের তিন সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর। ট্রুডোর কার্যালয় জানিয়েছে, গত বুধবার ট্রুডো ও সোফি বিচ্ছেদসংক্রান্ত একটি আইনি চুক্তিতে সই করেছেন। পৃথক হওয়ার সিদ্ধান্তের বিষয়ে সমস্ত আইনি ও নৈতিক পদক্ষেপ নিশ্চিত করার জন্য ট্রুডো ও সোফি কাজ করেছেন ও করে যাবেন। বিচ্ছেদের ব্যাপারে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।’ প্রসঙ্গত, সোফি আগে সম্প্রচার মাধ্যমে একজন উপস্থাপক হিসেব কাজ করতেন। বর্তমানে লিঙ্গসমতা ও মহিলাদের অধিকারের মতো বিষয়গুলোয় আইনজীবী হিসেবে কাজ করছেন। স্বামী জাস্টিনের প্রচারণায় সম্মুখভাগে থাকতেন তিন সন্তানের এই মা। গত এপ্রিলে নিজের পরিবার নিয়ে খোলামেলাভাবে কথা বলেন সোফি। ওই সময় তিনি বলেছিলেন, অন্যান্য কানাডিয়ান পরিবারের মতো তাঁর পরিবারও বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত ট্রুডো-সোফি জুটি হঠাৎ তাঁদের বিচ্ছেদের ঘোষণা দেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। সবার মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এ দম্পতি। তবে এর কারণ সম্পর্কে তাৎক্ষণিক স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। এই যুগলের বিচ্ছেদের খবরটি প্রথম প্রকাশ হয়েছে ইনস্টাগ্রামে। বুধবার ট্রুডো ও সোফির নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। ট্রুডোর কার্যালয়ের মুখপাত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, বিচ্ছেদের খবর প্রকাশের আগেই সোফি পারিবারিক বাড়ি ছেড়ে অটোয়ায় আরেকটি বাড়িতে উঠেছেন। ট্রুডোর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বিচ্ছেদের পরও তাঁরা ঘনিষ্ঠ পরিবারের মতোই থাকবেন। সোফি ও ট্রুডো তাঁদের সন্তানদের নিরাপদ, প্রেমময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বড় করার ওপর বেশি জোর দিচ্ছেন। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ছুটিও তাঁরা একসঙ্গে কাটাবেন।’

সর্বশেষ খবর