শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মেয়েরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মেয়েরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সনদপ্রাপ্ত নবীন নারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, মেয়েরা আজ কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। মনে সাহস রাখ, প্রশ্ন করে নিজের প্রতিভা বিকশিত করো এবং সামনে এগিয়ে যাও। আগামীর পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। জয় তোমার হবেই।

তিনি গতকাল চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ম্যাথ ও সায়েন্স সামার স্কুলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বক্তব্যের শুরুতে স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবসে সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে স্পিকার কোর্স সম্পন্নকারী ৫২ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পৃথিবীকে পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হচ্ছে শিক্ষা।

সর্বশেষ খবর