শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
অস্ত্রসহ আটক ৩

এপিবিএন-আরসা আড়াই ঘণ্টা গোলাগুলি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গতকাল এপিবিএন-এর সঙ্গে আরসা সন্ত্রাসীদের টানা আড়াই ঘণ্টা গোলাগুলি হয়েছে। এ সময় অস্ত্রসহ তিন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এপিবিএন সূত্র জানায়, উখিয়ার ৬ ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এলাকায় গতকাল ভোরে এপিবিএন-এর একটি টহল দলের ওপর প্রথমে গুলিবর্ষণ করে আরসা সন্ত্রাসীরা। তখন এপিবিএনও পাল্টা গুলি করে। গতকাল ভোর সাড়ে ৪টা থেকে ৭টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা গোলাগুলি চলে। অস্ত্রসহ আটক সন্ত্রাসীরা হলেন, ৬ নম্বর ক্যাম্পের সোলাইমানের ছেলে আবুল হাসেম (৩০), ৭ নম্বর ক্যাম্পের আবদুস শরীফের ছেলে মো. রুহুল আমিন (২৩) ও ৫ নম্বর ক্যাম্পের আবদুল মাজেদের ছেলে মো. কামরুল হাসান (২২)। এ সময় একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা (কার্তুজ), ১টি ক্লিনিং রড উদ্ধার করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান, রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত টহল দল গতকাল ভোরে ৭ নম্বর ক্যাম্পের জি-৭ ব্লক এবং ৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের মাঝামাঝি এলাকায় পৌঁছলে আরসা সন্ত্রাসীরা এপিবিএনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর