শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি

চার আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় চার আসামিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। আসামিরা হলেন হেড অফিসের এজিএম সাদিয়া আক্তার শাহীন, মতিঝিল লোকাল অফিসের এজিএম মো. জালাল উদ্দিন, গুলশান শাখার এজিএম রুমানা আহমেদ এবং বেসিক ব্যাংক হেড অফিসের এজিএম এ এস এম আনিসুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গতকাল আসামিদের আগাম জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান এবং জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাছুম।

বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বেসিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ ১৪৫ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৫৯টি মামলা করে দুদক। পাঁচজন কর্মকর্তা মামলাগুলোর তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন। তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৫৯টি মামলায় সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুদক।

সর্বশেষ খবর