মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নতুন আইন আরও বিপজ্জনক

নিজস্ব প্রতিবেদক

নতুন আইন আরও বিপজ্জনক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়ংকর ও বিপজ্জনক হবে। তিনি বলেন, দেশি বিদেশি চাপে তারা আই ওয়াশ হিসেবে এটি করেছে। গতকাল বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, জুলুমবাজ সরকারের বিষাক্ত থাবা পাড়া- মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত। বিগত কয়েক দিনে বিএনপি নেতা-কর্মীদের ওপর চালানো হয়েছে এক সর্বগ্রাসী সহিংসতার ভয়ংকর আক্রমণ। তিনি বলেন, আমরা জানতে পেরেছি আজ আদালতে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকারসহ ২৭ জন নেতা-কর্মীকে দুই বছরের কারাদে দি ত করা হয়েছে। আমরা আগেই বলেছি, সরকারের নির্দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে। নেতা-কর্মীর বিরুদ্ধে আজ সাজা প্রদানের ঘটনাও আরেকটি নতুন ন্যক্কারজনক দৃষ্টান্ত। অবিলম্বে এই সাজার আদেশ প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, আকরামুল হাসান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর