শিরোনাম
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অনাস্থা প্রস্তাব নিয়ে উত্তপ্ত ভারতের লোকসভা

প্রতিদিন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের ওপর আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে লোকসভা। গতকাল এ প্রস্তাবের ওপর কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি। রাহুল অভিযোগ করেন, বিজেপি মণিপুর রাজ্যে আগুন জ্বালিয়েছে, এখন তারা হরিয়ানাকে জ্বালানোর চেষ্টা করছে। সূত্র : এনডিটিভি, রয়টার্স

রাহুল গান্ধী তাঁর বক্তব্য শুরু করেন এই বলে, ‘ভারত হলো একটি কণ্ঠস্বর, হৃদয়ের কণ্ঠস্বর। আপনারা মণিপুরের কণ্ঠস্বরকে হত্যা করেছেন। মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছেন। আপনারা দেশদ্রোহী। আমার মা এখানে বসে আছেন। অন্য মা, ভারতমাতাকে মণিপুরে হত্যা করেছেন। এ কারণে প্রধানমন্ত্রী মণিপুরে যাননি। আপনারা ভারতমাতার রক্ষক নন, হত্যাকারী।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মণিপুরে যাননি কারণ তিনি এটিকে ভারতের অংশ মনে করেন না। বিজেপি মণিপুরকে বিভক্ত করে ফেলেছে।’ রাহুল অভিযোগ করেন, কেন্দ্র সরকার চাইলেই সেনাবাহিনী মোতায়েন করে মণিপুরের দাঙ্গা বন্ধ করতে পারত, কিন্তু সরকার তা করেনি। এরপর তিনি হরিয়ানার হিন্দু-মুসলিম সাম্প্রতিক দাঙ্গা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘আপনারা সব জায়গায় কেরোসিন ছিটিয়েছেন, মণিপুরে আপনারা আগুন জ্বালিয়েছেন, এখন হরিয়ানায়ও একই কাজ করার চেষ্টা চালাচ্ছেন।’ রাহুল গান্ধীর মন্তব্যের পর লোকসভার ভিতরে হইচই শুরু হয়। বিজেপি নেতারা তাঁকে ক্ষমা চাইতে বলেন। এ সময় কথা বলেন বিজেপি নেত্রী এবং কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি রাহুলের সমালোচনা করেন এবং তাঁকে নারীবিদ্বেষী হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, ‘রাহুল গান্ধী লোকসভার ভিতরে উড়ন্ত চুম্বন দিয়েছেন। এর মাধ্যমে লোকসভার নারী সদস্যদের অপমান করেছেন তিনি।’ প্রসঙ্গত, চলতি বছরের মে মাসের শুরুতে মণিপুরে মেতিস ও কুকিদের মধ্যে জাতিগত সহিংসতা শুরু হয়; যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ১৭০ জন নিহত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো কথা বলেননি। কিন্তু দুই সপ্তাহ আগে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ভয়ংকর ভিডিও ভাইরাল হলে অল্প কথা বলতে বাধ্য হন তিনি। কিন্তু মোদি যেন মণিপুর নিয়ে বিস্তারিত আলোচনা করেন, সেজন্য কংগ্রেস কয়েকদিন আগে তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। এখন এ প্রস্তাবের ওপর লোকসভায় আলোচনা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর