শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁর শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে নতুন উপসর্গ দেখা দেওয়ার পর থেকে টেস্টের রিপোর্টে দু-একটি ক্ষেত্রে সামান্য জটিলতা দেখা গেছে। মেডিকেল বোর্ডের সদস্যরা এসব বিষয় পর্যালোচনা করে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও করা হবে। মেডিকেল বোর্ড পর্যালোচনা করেই তাঁর চিকিৎসা অব্যাহত রেখেছে। বিএনপি চেয়ারপারসন আগে থেকেই বেশ কিছু জটিল রোগে ভুগছেন। সময়মতো দেশের বাইরে উন্নত চিকিৎসা হলে এ পরিস্থিতি তৈরি হতো না। মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে বারবার বিদেশ নেওয়ার দাবি জানালেও তা সম্ভব হচ্ছে না। শারীরিক বেশ কিছু জটিলতার কারণে গত বুধবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে সেখানে ভর্তি করা হয়। সর্বশেষ গত ১২ জুন মধ্যরাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় পাঁচ দিন হাসপাতালে ভর্তি রেখে তাঁর চিকিৎসা করানো হয়।

সর্বশেষ খবর