সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আক্রান্তে পুরুষ, মৃত্যু বেশি নারীর

নিজস্ব প্রতিবেদক

আক্রান্তে পুরুষ, মৃত্যু বেশি নারীর

কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী -বাংলাদেশ প্রতিদিন

প্রতিদিন লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুতে পুরুষরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এবং বেশি মারা যাচ্ছেন নারীরা। গতকাল আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৫ জন এবং মারা গেছেন ১১ জন। এ পর্যন্ত আক্রান্ত ৮৫ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন ৩৯৮ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৪২ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৮৬৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২ হাজার ৭৪৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৬৬৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরের ৩৭ হাজার ১৭৬ জন। ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত মারা গেছেন ৩৯৮ জন। এর মধ্যে পুরুষ ১৭৩ জন এবং নারী ২২৫ জন। এ পর্যন্ত পুরুষ আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৫০ জন এবং নারী ৩১ হাজার ৮৬১ জন। আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ৭৩৩ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৩৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৩৯৮ জন।  ঢাকার বাইরে আক্রান্ত বাড়ছে ধারাবাহিকভাবে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-চট্টগ্রাম : ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ইলিয়াছ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সে মারা যায়। গতকাল চট্টগ্রামে ১১০ জন নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।  চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গুর শক সিনড্রোম নিয়ে শনিবার রাতে ইলিয়াছকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। চলতি বছর চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জন মারা যান। এর মধ্যে আগস্ট মাসেই মারা যান আটজন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, এখন ডেঙ্গুর পুরো মৌসুম চলছে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। বরিশাল : ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নগরীর রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন দাবিতে বরিশালে প্রতিবাদী মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। গতকাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা গণসংহতি আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।  জেলা গণসংহতি আন্দোলনের সমম্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহসমন্বয়কারী রুবিনা ইয়াসমিন ও জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নগরীর সব খাল পুনরুদ্ধার ও পুনঃখনন এবং রাস্তাঘাট সংস্কারের দাবি জানান।  দিনাজপুর : ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে মৃত্যুর ঘটনা ঘটছে দিনাজপুরে। গতকাল এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ হাসান (১৮) নামে আরও এক কিশোর মারা গেছে। এ নিয়ে দিনাজপুরে মারা গেলেন দুজন। মাসুদ হাসান ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ আগস্ট ভর্তি হয়। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে আইসিইউ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল সকালে সে মারা যায়। দিনাজপুর সিভিল সার্জন ডা. এ. এইচ. এম. বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানান, পরিবারের পক্ষ থেকে জানা যায় ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করত ওই কিশোর। জ্বর নিয়ে ঢাকা থেকে দিনাজপুর এসে হাসপাতালে ভর্তি হয়। হবিগঞ্জ : ডেঙ্গু শনাক্ত ৩০০ ছাড়িয়েছে হবিগঞ্জে। হাসপাতালগুলোতেও বাড়ছে চাপ। হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, হাসপাতালে এ পর্যন্ত ১০৭ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে আট রোগী ভর্তি রয়েছেন এবং সাতজনকে ঢাকা ও সিলেটে পাঠানো হয়েছে। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আরেফীন জানান, লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২২০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৫ জন ভর্তি আছেন। এ ছাড়া গতকাল নতুন করে তিনজন ভর্তি হয়েছেন। মেহেরপুর : ডেঙ্গু প্রতিরোধে মেহেরপুরে ১ হাজার মশারি বিতরণ করা হয়েছে। গতকাল মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে এ মশারি বিতরণ করা হয়। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মশার কামড় থেকে ডেঙ্গু রোগ হয়। তাই মশার কামড় থেকে যাতে আমরা বাঁচতে পারি সেজন্য মশারি ব্যবহার করতে হবে। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।

সর্বশেষ খবর