সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রতিদিনই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একত্রে বসে বৈঠক করে পর্যালোচনার মাধ্যমে ওষুধপত্র দিচ্ছেন। প্রয়োজনে একাধিকবারও পর্যালোচনা করছেন। নতুন উপসর্গ ছাড়াও স্বাস্থ্যগত আরও কিছু সমস্যা দেখা দিয়েছে। সেগুলো নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। বিভিন্ন পর্যায়ের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও অব্যাহত রয়েছে। তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তিনি আর কতদিন হাসপাতালে থাকবেন। তবে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে উন্নত চিকিৎসার্থে বিশ্বের যে কোনো ‘অ্যাডভান্স হেলথ সেন্টারে’ নিয়ে যাওয়ার জন্য আবারও সুপারিশ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। লিভার সিরোসিসের প্রবলেমটা বেড়ে যাওয়ার পর চিকিৎসকরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রতিদিনই পর্যালোচনা করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর আগে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান খালেদা জিয়া। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা এবং হৃদরোগে ভুগছেন।

সর্বশেষ খবর