শিরোনাম
সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দেশকে সংঘাতের পথে নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

দেশকে সংঘাতের পথে নিচ্ছে সরকার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিরোধী দলগুলোর সব ন্যায্য দাবিকে নাকচ করে দিয়ে সরকার ও সরকারি দল দেশকে অনিবার্য সংঘাত-সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। এর দায় সরকার ও সরকারি দলকে বহন করতে হবে। গতকাল পার্টির রাজনৈতিক পরিষদের সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সাইফুল হক বলেন, সরকার ও সরকারি দলকে এটা উপলব্ধি করা জরুরি যে, ২০১৪ বা ২০১৮ সালের মতো তামাশাপূর্ণ জালিয়াতির আরেকটি একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশের মানুষ বরদাশত করবে না। নির্বাচনকেন্দ্রিক সংকট উত্তরণে সরকার যদি যুক্তির পথে না হাঁটে, আন্দোলনের মধ্য দিয়ে লজ্জাজনকভাবেই তাদের বিদায় নিতে হবে। বাংলাদেশের মানুষ এবার এই মরিয়া আন্দোলনের জন্য প্রস্তুত। সভায় আরও বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। সভায় ডেঙ্গু মোকাবিলায় সরকারি ব্যর্থতার তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং এক দফার যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ খবর