শিরোনাম
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কূটনৈতিক তৎপরতায় কিছু করার নেই ইসির

নিজস্ব প্রতিবেদক

কূটনৈতিক তৎপরতায় কিছু করার নেই ইসির

মো. আলমগীর

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলে সমঝোতার আগ্রহ নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যে নির্বাচন কমিশনের কিছু করার নেই। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিদেশিদের বৈঠক দৌড়ঝাঁপ থাকলেও তাতে ইসির কাজে কোনো প্রভাব ফেলছে না বলে জানান তিনি। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ওই বিষয়ের সঙ্গে আমাদের কাজের কোনো সম্পর্ক নেই। এটা রাজনীতিবিদদের বিষয়, রাজনীতিবিদদের সঙ্গে আলাপ করছেন। নির্বাচন কমিশনের কাজ ইসি করছে, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সমঝোতায় আসার কোনো রাস্তা আছে কি না বা ইসি উদ্যোগ নিতে পারে কি না দুই দলকে ডেকে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই জানেন, সংবিধানে স্পষ্ট বলা রয়েছে- নির্বাচন কমিশনের দায়িত্ব কী। সংবিধানের বাইরে যেয়ে কোনো কিছু করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, সেটা অসাংবিধানিক হবে। আমরা যখন শপথ নিয়েছি, বলেছি যে সংবিধান মেনে চলব। সংবিধানে যা নেই তা কমিশন করতে পারে না বলে উল্লেখ করেন তিনি। সংকট সমাধানে বিদেশিরা যেখানে নাক গলাচ্ছে সেখানে সংবিধানে সংলাপের উদ্যোগ নিতে পারবেন না এমনও তো বলা নেই- এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশনের কাজ কী তা সংবিধানে স্পষ্ট করে বলা আছে। রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, ভোটার তালিকা প্রণয়ন ও আসনের সীমানা নির্ধারণ এবং সংসদ যদি আইন করে কোনো দায়িত্ব দেয়। ...নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যেয়ে কোনো কাজ করবে না। সব দল ভোটে না এলে ইসির মনোভাব নিয়ে প্রশ্ন উঠবে কি না জানেত চাইলে তিনি জানান, নির্বাচন সব দল কখনো অংশ নেয় না। অতীতেও নেয়নি। অনেক দল আছে, এর মধ্যে নিবন্ধিত ৪৪টি দল। সবাই তো অংশগ্রহণ করবে না। কেননা, ভোটে অংশ নিতে অনেক সক্ষমতার বিষয় আছে। এ নির্বাচন কমিশনার জানান, সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে নির্বাচন করা হবে। ...যখন যে নির্বাচনের সময় আসবে যথা সময়ে সে নির্বাচনগুলো করা হবে।

সরকার পদ্ধতি ও নির্বাচন ব্যবস্থা কী সেটা সংবিধানে বলা রয়েছে। ...লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব শুধু ইসির নয়, সরকার, ভোটার, প্রার্থী সবার দায়িত্ব। আইনে যেটুকু বলা আছে ততটুকু ইসির দায়িত্ব। প্রার্থীর হিসেবে আলাদা, মন্ত্রীর হিসেবে আলাদা।

সর্বশেষ খবর