মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী

নিজস্ব প্রতিবেদক

মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত সাবেক জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে সাঈদীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি মারা যান। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান সাংবাদিকদের বলেন, ‘উনি হার্টের পেশেন্ট ছিলেন, সঙ্গে ডায়াবেটিস ছিল। আমাদের এখানে গতকাল (রবিবার) রাত সাড়ে ৮টা-৯টার দিকে এসেছিলেন হার্ট অ্যাটাক নিয়ে। সোমবার আবার আরেকটি অ্যাটাক হয়। আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা রাত ৮টা ৪০ মিনিটে ডেড ডিক্লেয়ার করেছি।’ মৃত ঘোষণার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে হাসপাতালের পরিচালক বলেন, ‘উনার দুই ছেলে এখানে উপস্থিত আছেন। আনুষ্ঠানিকতা সেরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’ দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৮টা ৪০ মিনিটে তার পিতা মারা যান। এদিকে সাঈদীর মৃত্যুর পর হাসপাতাল এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

নিরাপত্তাজনিত কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছেন ডিএমপি রমনা জোনের এডিসি সালমান ফার্সি। জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে তাকে (দেলাওয়ার হোসাইন সাঈদী) কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল। সেখানে তার ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএসএমএমইউয়ে পাঠানো হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দুটি অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। তিনি ওই মামলায় সাজাভোগ করছিলেন।

সর্বশেষ খবর