মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার : মোমেন

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর দুই খুনির তথ্য আমরা জানি। একজন আমেরিকায়, আরেকজন কানাডায় থাকেন। বাকি পাঁচজন সম্পর্কে আমরা কিছুই জানি না। তাদের তথ্য দিলে সরকার তাকে পুরস্কার দেবে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন খুনি রাশেদ চৌধুরী। আমরা তাকে দেশে ফেরাতে অনেক চিঠিপত্র দিয়েছি।

স্বয়ং প্রধানমন্ত্রীকে দিয়েও আমরা আমেরিকার রাষ্ট্রপ্রধানকে চিঠি দিয়েছি। তারা সব সময় বলে, এ ইস্যুটা তাদের অ্যাটর্নি জেনারেলের অফিসে আছে। এর মাঝে অ্যাটর্নি জেনারেল আমাদের দেশে যে রাশেদ চৌধুরীর নামে মামলা হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়েছিলেন। আমরা সব তথ্য তাকে দিয়েছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। কানাডায় অবস্থান করছেন খুনি নূর চৌধুরী। কানাডা সরকার তাকে ফেরত দিচ্ছে না। ওরা ফাঁসির রায় কার্যকর করে এমন দেশে খুনিদের পাঠায় না। তাই সব খুনি ওখানে গিয়ে আশ্রয় নেয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা-যুক্তরাষ্ট্রের মতো দেশ, যেখানে আইন অত্যন্ত শক্তিশালী, সেখানে তারা খুনিদের আশ্রয় দেওয়ার কথা না। যে খুনিরা কি না ভয়ংকর কাজ করেছে। আমি প্রবাসীদের বলব, খুনিরা দিব্বি ঘুরে বেড়াচ্ছে। আপনারা খুনির বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ করেন। তাদের দেখলে বলেন-‘খুনি যাচ্ছে’। এতে তারা মনঃপীড়ায় পড়বে। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এতে প্রধান অতিথি ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর