শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সাইবার হামলা ২৫ প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি-বেসরকারি ২৫টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাক্টিভিস্ট নামের একটি হ্যাকার গ্রুপ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও (ডিজিএইচএস) ওয়েবসাইট। এ ছাড়াও নিজেদের টেলিগ্রাম পেজে বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের স্ক্রিন শট প্রকাশ করে সাইবার হামলার তথ্য জানিয়েছে হ্যাকার গ্রুপটি। সাইবার আক্রমণের মাধ্যমে তারা এসব প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে বলে দাবি করছে। জানা গেছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে। হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেড তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা। আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট। এর আগে ১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয় এই হ্যাকারদের দল। এ হুমকির পর সতর্কতা জারি করা হয়। এদিকে এখন পর্যন্ত কোনো সাইবার হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রকল্প বিজিডি ই-গভ সার্ট। গতকাল বিজিডি ই-গভ সার্টের পরিচালক সাইফুল আলম খান বলেন, আমরা এখনো পর্যবেক্ষণ করছি। তথ্য যাচাই না করা পর্যন্ত বলা যাবে না যে সেগুলো আসলেই হ্যাকিং কি না। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক সাইট বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার জন্য।

সর্বশেষ খবর