শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আশুলিয়ায় গ্যাস লিকেজের আগুনে আরও এক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ নজরুল ইসলাম (৩৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন অন্তত দুজন। ওই ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নজরুল। জানা গেছে, নজরুল ইসলাম ছিলেন ভ্যানচালক। থাকতেন আশুলিয়ার শ্রীপুরে। তাদের গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলায়। তার বাবার নাম শায়নাল হক। তার দুই কন্যাসন্তান রয়েছে। গতকাল বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নজরুলের শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত ১২ আগস্ট রাত ৮টায় আশুলিয়া ধানসোনা ইউনিয়নের নতুন নগর এলাকার একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে। ওই রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৫০ শতাংশ দগ্ধ নিয়ে বৃহস্পতিবার ভোরে মারা যান গার্মেন্ট কর্মী সাবিনা বেগম (৪০)। বার্ন ইনস্টিটিউট সূত্র জানায়, দগ্ধ অন্যরা হলেন- দোকানদার মহসিন হোসেন (২৭) ও তার মা কমলা বেগম (৫০), কারখানা কর্মচারী সাদেকুল (৩০) এবং চাকরিজীবী হাশেম মিয়া (৫০)। এদের মধ্যে সাদেকুলের ৫০ শতাংশ, হাশেমের ৪৫ শতাংশ, কমলা বেগমের ২০ শতাংশ এবং মহসিনের ১০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

সর্বশেষ খবর