মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
দিল্লিতে জি এম কাদের

নির্বাচন নিয়ে জাপার একটি ফর্মুলা আছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে জাপার একটি ফর্মুলা আছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমাদের মাথায় একটি ফর্মুলা আছে। যখন সব দল সংলাপে বসবে, তখন আমরা সেটি সামনে আনব। সরকারের উচিত সংকট নিরসনে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসা। ভারত সফররত এই নেতা সেখানকার সাংবাদিক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

জি এম কাদের ও দলটির কয়েকজন নেতা ভারত সরকারের আমন্ত্রণে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। এই সফরের প্রেক্ষাপটে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’। টেলিফোনে দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারেও জি এম কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বিএনপি-উভয়পক্ষের সঙ্গে নিজের একটা সমদূরত্বের ভাব বজায় রাখার চেষ্টা করেন। হিন্দুকেও তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য সরকারের এগিয়ে আসার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই সব পক্ষ বসুক এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয় নিশ্চিত করুক।’ তবে জিএম কাদের বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন জানাননি। তিনি বলেছেন, তারা (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে, কিন্তু এই সরকারের আকার কেমন হবে সেটি পরিষ্কার করছে না। এর বদলে তিনি তৃতীয় কোনো বিকল্পের পরামর্শ দিয়েছেন। আর এই বিকল্পটি জাতীয় পার্টির কাছে আছে বলে জানিয়েছেন তিনি। যখন সব দল সংলাপে বসবে তখন সেটি জানাবেন বলে জানিয়েছেন কাদের। ধারণা করা হচ্ছে, তার এ পরিকল্পনাটি অনেকটা ‘আপসের’ হবে।

সর্বশেষ খবর