মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দুর্যোগে বাংলাদেশের পাশে জাপান

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগে বাংলাদেশের পাশে জাপান

রোহিঙ্গা সমস্যাসহ যে কোনো দুর্যোগে জাপান সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। গতকাল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব মো. হাসান সারওয়ার এবং কে এম আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প-সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জাপান সরকার ও জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সাক্ষাৎকালে বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। মিয়ানমার নাগরিকদের সহায়তা দানে বাংলাদেশ সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রীর মানবীয় পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত। কক্সবাজারের ক্যাম্পসমূহে এসব নাগরিকের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়োনিষ্কাশন, আইনশৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত সরকারের গৃহীত পদক্ষেপ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন।

সর্বশেষ খবর