মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা মেসির

ক্রীড়া ডেস্ক

ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা মেসির

লিওনেল মেসি নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সাতবারের বিশ্বসেরা ফুটবলার মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতেছে ২০২২ সালে। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৭৮ ও ১৯৮৬ সালে। বিশ্বকাপ জেতা ফুটবলার মেসি পৃথিবীর এমন কোনো শিরোপা নেই, যা জেতেননি। বিশ্বকাপ ছাড়াও আর্জেন্টিনার হয়ে জিতেছেন অলিম্পিক, কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ। এ ছাড়া বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্ব ক্লাব কাপ, কোপা দেল রে, প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) লিগ ওয়ান এবং সর্বশেষ ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ। সব মিলিয়ে ফুটবল ক্যারিয়ারে ৪৪টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা। যা বিশ্ব ফুটবলে প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জেতা ফুটবলার মেসি। এতদিন তিনি ৪৩টি শিরোপা জেতে ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে সমানতালে চলছিলেন।

 

সর্বশেষ খবর